LinkedIn

Tuesday, 10 September 2024

রবি রায় ।। কবিতা সংকলন ।। মাধবীলতা



মনে পড়ে যায় 

সন্ধ্যা এলেই 
তোমার কথা মনে পড়ে যায়।

এক সন্ধ্যায় 
তোমার আমার প্রথম দেখা,
প্রথম প্রেমে পড়া,
সেদিন মাথার পরে ছিল 
গোলপানা চাঁদখানা 
আমাদের আবেগ মথিত মিলনের সাক্ষী,
সেই চাঁদ আজো আছে 
নেই শুধু আমাদের অমোঘ প্রেম। প্রিয়,
অর্ধ শতাধিক বর্ষ ব্যাপী 
এই কষ্ট এই জ্বালা 
বয়ে বেড়ানোর শাস্তি কি 
সত্যিই আমার প্রাপ্য ছিল?

নীল শাড়ি পরা তোমার বিদায়বেলার
স্মৃতি আজো আমি বয়ে বেড়াই, মাধু।
-রবি রায় 
❤️

শাশ্বত প্রেম

তারপর কেটে গেছে একে একে কতদিন, 
স্মৃতিভারে শ্রান্ত আমি আজ 
আছি বসে তোমারি প্রতীক্ষায়, 
মন মোর 
আজো অমলিন, আবেশে অবশ তনু,
নিষিক্ত হৃদয় হতে ঝরে পড়ে অবিরত 
বিন্দু বিন্দু প্রেম।

জানিনা কখন কবে
অন্তহীন এ প্রতীক্ষার হবে অবসান,
মিলিব দুজনে আবার কোনো কুঞ্জকাননে, 
হেঁটে যাবো একসাথে হাতে রেখে হাত,
সায়াহ্নে সিক্ত হব সুনীল জোছনায়।

আবার গাহিব গান 
কন্ঠে কন্ঠ মিলায়ে অবিরাম, 
মাতিব মনের সুখে শাশ্বত প্রেমে।
-রবি রায়
❤️

তুমি কি...

তুমি কি আগের মতোই আমার কথা আজো ভাব, কখনো হঠাৎ দেখা হলে আগের মতোই কি অনেক দিনের জমে থাকা তোমার আদর ফিরে পাব?

তোমার মাথাভরা কুচকুচে সেই কালো চুলের ধারা আজো কি মাটি ছুঁয়ে যায়,
দেখা হলে আমি কি হারিয়ে যাব এখনো
তোমার এলোমেলো সেই সুরভিত কেশ রাশির ধারায় এক লহমায়?

তুমি কি আজো দরজা খুলে দাঁড়িয়ে থাক আমারি প্রতীক্ষায়, এমনটা ভেবে
খুঁজে খুঁজে যদি কোনোদিন গিয়েই পড়ি তোমার খোলা দরজায়, যদি সত্যিই কখনো তেমনি ঘটে  যায়
তুমি কি ফিরিয়ে দেবে, প্রিয়, আমায়?

তুমি কি আজো মনে রেখেছ
নগ্নতায় মগ্ন হয়ে সেই তেরাত্রি যাপন, কেটেছিল যেন ঘোরে, কখনো হয়নি মনে ফুটবে আবার ভোরের আলো,
আঁধার যে হতে পারে এতো মনোরম
আগে তো অনুভবে তা আসেনি কখনো|
খোলা অঙ্গনে ভেজা কাপড়ে শরীর লেপটে যাওয়া তোমার কতকাল আগের দেখা অপরূপ সে দৃশ্য শোভা
যেন এই সেদিনের মনে হয়,
সেই স্মৃতিভারে আজো আমার মন বিভোর হয়ে রয়,
তোমারো কি মন চায়, প্রিয়, সেদিনটা আর একবার ফিরে পাওয়ার মধুময় বাসনায়?

তোমায় তাহলে বলি শোন মনের কথাটি আমার সংগোপনে, হাঁটছি আমি এখন তোমারি সন্ধানে, হেঁটেই চলেছি, ইচ্ছে শুধু ঘোর এ অমানিশা ভেদি পৌঁছে যেন যাই শেষ বিদায়ের ক্ষণে।

যেখানে বাতাস তোমার শরীরে দোলা দেয়, যে মাটির জল তোমার তৃষ্ণা মেটায়, তোমার শরীর অবগাহনে যেখানে আকাশ ফুঁড়ে বৃষ্টির ফোঁটা নামে, যেখানে গাছগাছালীর ছায়ায় তোমার শরীর শীতল হয়, আমি থাকতে চাই জীবনের শেষ দিন গুলো সেখানেই, তোমার ছোঁয়ায়।

তোমার জন্যে আজো আমি ভিজতে পারি অঝোর বৃষ্টিধারায়, 
তোমার জন্যে আজো আমি ভিজতে রাজী অনন্ত জোছনায়।

আদিম আঁধার ঘনিয়ে আসে ক্রমেই মাথার পরে, বলতে পার 
এই আঁধারে আমি
একলা ফেলে তোমায় 
যাই কিকরে?
-রবি রায়

❤️
তালাস 

যদি তার খোঁজ পাও কোনোদিন,  বলে দিও তারে, আমি তারে ভুলিনি কখনো,
পেতে পারে ফিরে সে আমাকে এখনো তার নিজ অধিকারে, 
কাঁধে মোর মাথা রেখে এখনো সে নির্ভয়ে রাতভর 
দূরপাল্লার চলতি ট্রেনে ঘুমিয়ে নিতে পারে, যেমনটা সে করেছিল উপভোগ 
অর্ধশত বর্ষ আগে কোনো এক নিভৃত রাতিতে।
আমার মনের গভীরে গড়া আছে 
তিলে তিলে তারি তরে এক সুরম্য মঞ্জিল, ইচ্ছে হলেই যেখানে তার প্রবেশের আছে 
অধিকার অবাধ, এমনকি 
এ মাটির মায়া কাটিয়ে আমি যদি কালই চলে যাই 
থেকে যাবে তার তরে মোর নিজ হাতে গড়া মায়ামঞ্জিল অনন্তকাল 
লোকচক্ষুর অন্তরালে মোর হৃদকাননে।
-রবি রায়
২৭/০৭/২০২৩

❤️

খুব কি বেশি কিছু চেয়েছিলাম?
শুধু তোমার আজীবন সঙ্গটুকু, 
তাও      তোমার ইচ্ছেমত, 
ব্যস এইটুকুই তো।
জীবনের অন্তিম লগ্নে পৌঁছে আজও আমি 'তোমাকে ভালোবাসি' বলার ঔদ্ধত্য রাখি তা তুমি জানলে না, 
তুমি জানতেও পারলে না কী মহার্ঘ সময় আমি ব্যয় করে গেলাম তোমার ভাবনায় অর্ধ-শতাধিক বর্ষকাল ব্যাপী।
আচ্ছা, কথা দিয়ে কথা না রেখে চলে তো গেলে কিচ্ছুটি না বলে 
কিন্তু এমন কী পেলে যা আমার কাছে পাওনি!
ভালোবাসা,    তা তো প্রাণ উজাড় করেই দিয়েছিলাম, আমি যে কাউকে ভালোবেসে মরতেও পারি সেই প্রথম জেনেছিলাম;
আমার আজ কী মনে হয় জান- তুমি আমাকে ঠিক চিনে উঠতে পারনি। 

সেসব কথা থাক না হয় অতীতের ঝুলিতেই, বলবে কি      শুধু একটিবার
আমার সেসব দিনের সঙ্গ তুমি কি আদৌ মিশিয়ে দিতে পেরেছ এ ধরণীর মাটিতে?
যাওয়ার বেলায়
মনের মধ্যে ঝড় উঠেছে, একবার, শুধু একবার, জড়িয়ে ধরে তোমায় একটু 
আদর করার নেশায়
যেমনটি করেছিলাম এক শেষ সন্ধ্যায়।
❤️










No comments:

Post a Comment