LinkedIn

Monday, 17 October 2022

সুপ্রিতী সিং II এক জীবনসংগ্রামে লড়াই করা বোন ❤️ হুগলী জেলার রাজহাটের বাসিন্দা


সুপ্রীতি সিং, হুগলী জেলার রাজহাটের বাসিন্দা ।
সে আর পাঁচটা মেয়ের মত পুজোর দিনগুলো ভালো শাড়ি পড়ে পরিবারের সাথে ঠাকুর দেখতে পারতো,রেষ্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে পারতো। পড়াশুনা শিখেছেন, ম্যাথে মাস্টার্স, তাও খুব দারিদ্রতার মধ্যে। বাবা রিক্সা চালাতেন, এখন পরিবার বলতে শ্বশুর, শাশুড়ি আর একটি ছেলে ও মেয়ে। টানাটানির সংসারে, শারদীয়া উৎসবেও ছুটি নেই তার। ফ্লিপকার্ট কম্পানির কাজে যুক্ত হওয়া সুপ্রীতি পুজোর দিনগুলোতেও বাড়ি বাড়ি মাল পৌঁছে দিচ্ছেন পরিবারের মুখে হাসি ফোটাতে। তবে এখানেই শেষ নয়।
নিজের পরিবারের খরচা চালিয়ে যেটুকু টাকা হাতে পায় সেইটুকু দিয়ে এই দিদি পুজোর সময় ওনার অঞ্চলের গরীব অনাথ বাচ্চাদের জামা কাপড়ও কিনে দিয়েছেন। সারাদিন কাজ সেরে ক্লান্ত শরীরে ফিরে, রাতে রান্না করার পর এই অঞ্চলের গরীব বাচ্চাদের বিনামূল্যে পড়ানও।
এইরকম দিদিদের কথা আরও বেশী করে ছড়িয়ে পড়ুক, আরও কিছু মানুষ জীবন সংগ্রামে হার না মেনে শেষ লড়াইটা হাসি মুখে লড়ে যাক। তাহলেই 'সুপ্রীতি'রা সার্থকতা পাবে।
---
তথ্য সংগৃবীত

No comments:

Post a Comment