প্রায় সব বাঙালির খাদ্যতালিকায় যা শীর্ষস্থান দখল করে আছে তা হল মিষ্টি। কোনো শুভ কাজের সূচনাতেই হোক কিংবা বিজয়ার উদযাপনে শুভেচ্ছা জানানো, বাঙালির মিষ্টি চাই-ই চাই। “আমি বৌবাজারের লোক মশাই। আর পেশায় ডাক্তার। তাই মিষ্টিও খাবো, ইনসুলিনও নেব।” বাঙালির মিষ্টি প্রেম বোঝার জন্য ডাক্তার বিধান রায়-র এই মন্তব্যই বোধহয় যথেষ্ট।
বাংলার বিখ্যাত কিছু মিষ্টির নামকরণের ইতিহাস
তখন বহরমপুরে সবে সিপাহি বিদ্রোহ শেষ হয়েছে। এমন সময় গভর্নর জেনারেল চার্লস ক্যানিং তাঁর পত্নীকে নিয়ে কোনও এক কাজে বহরমপুরে এলে বহরমপুরের জনৈক ময়রা লেডি ক্যানিংকে খুশি করতে এক ধরনের মিষ্টি প্রস্তুত করে তাঁর কাছে উপহার স্বরূপ পাঠান। তিনি তা খেয়ে খুব খুশি হন। সেই থেকেই এই মিষ্টির নামকরণ করা হয় লেডি ক্যানিং বা লেডিকেনি।
This compilation will help readers get an in-depth knowledge of Bengali sweets and reach the right place to collect them.--- the blogger



আমি মোটেই মিষ্টিখোর নয়। শুধুমাত্র ডকুমেন্টেশনের নেশায় এটি করলাম। যারা বাংলার মিষ্টির ভক্ত তারা আরও তথ্য দিয়ে এটির অসম্পূর্ণতা পূর্ণ করতে পারেন।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteKunal Thakur Thakur
ReplyDeleteশান্তিপুরের নিখুতি, বেলিয়াতোড়ের ম্যাচা সন্দেশ ৷